নীড় পাতা / জেলা জুড়ে / প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে খুশি প্রতিবন্ধী ভ্যানচালক আসাদ

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেয়ে খুশি প্রতিবন্ধী ভ্যানচালক আসাদ

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ

নাটোরের সিংড়া উপজেলা চামারী ইউনিয়নের বিলদহর গ্রামের ভ্যানচালক শারীরিক প্রতিবন্ধী আসাদ আলী করোনাভাইরাস জনিত (কোভিড-১৯) দুর্যোগের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মানবিক সহায়তা আর্থিক প্রণোদনা ২৫০০টাকা ঈদ উপহার পেয়ে খুবই খুশি হন।

আসাদ আলী জানায়, আমি একজন ভ্যানচালক শারীরিক প্রতিবন্ধী, কিছুদিন আগে আমার পায়ে গরম দুধ পড়ে পা পুড়ে যায়। আমি কোনো কাজকর্ম করতে পারিনি, বাসায় খাবার ফুরিয়ে যায়, আমি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধাকে ফোন করে বলা মাত্রই আমার বাড়িতে চাউল, তেল, আলু, ডাল, লবণ,সাবানসহ খাদ্যসামগ্রী পৌঁছে দেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি ও চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …