নীড় পাতা / জাতীয় / প্রতিবন্ধীদের জন্য বাংলায় ওয়েবসাইট উদ্বোধন

প্রতিবন্ধীদের জন্য বাংলায় ওয়েবসাইট উদ্বোধন

নিউজ ডেস্ক:

প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের (বি-স্ক্যান) উদ্যোগে সম্পূর্ণ বাংলা ভাষায় সার্বজনীনগম্যতা বিষয়ক নির্দেশিকার ওয়েবসাইট www.buag.info উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এক ওয়েবিনারে এই উদ্বোধন ঘোষণা করেন স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমান। ইউএনডিপির ডাইভারসিটি ফর পিস কর্মসূচির আওতায় একসেসিবল ঢাকা ক্যাম্পেইন প্রকল্পের সহায়তায় ওয়েবসাইটটি তৈরি করা হয়। বি-স্ক্যানের পক্ষে এটি তৈরি করেছে মাস স্টুডিও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপার যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবীব, এইচবিআরআইর প্রিন্সিপাল রিসার্চ অফিসার আক্তার হোসেন সরকার, বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক আদিল রশিদ খান, ইউএনডিপির প্রকল্প ব্যবস্থাপক রবার্ট স্টোলম্যান এবং প্রকল্প ফোকাল অফিসার রেবেকা সুলতানা ও মাস স্টুডিওর প্রতিনিধিরা।

অনুষ্ঠানের সঞ্চালক এবং বি-স্ক্যানের সাধারণ সম্পাদক সালমা মাহবুব উদ্বোধনী বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫০ বছরে দেশে মাতৃভাষায় সার্বজনীনগম্য নির্দেশিকা সংবলিত কোনো ওয়েবসাইট ছিল না। নতুন এই ওয়েবসাইটে মোবাইল ফোনের মাধ্যমেও প্রবেশ করা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …