নীড় পাতা / উত্তরবঙ্গ / পূজায় হাত খরচের টাকা না পেয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

পূজায় হাত খরচের টাকা না পেয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম:
বগুড়ার নন্দীগ্রামে দূর্গাপূজায় হাত খরচের টাকা না পেয়ে কনক চন্দ্র সরকার (১৮) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। সে উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের ছোটকঞ্চি গ্রামের অরেন চন্দ্র সরকারের ছেলে। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে কনক চন্দ্র সরকার তার পিতার নিকট থেকে দূর্গাপূজায় হাত খরচের জন্য ৩ হাজার টাকা দাবি করলে ১ হাজার টাকা দেয়। ১ হাজার টাকা পেয়ে কনক চন্দ্র সরকার খুশি নয়। তাই সে আরো ২ হাজার টাকা দাবি করে। এ নিয়ে পিতা-পুত্রের মাঝে ঝগড়া হয়। এর এক পর্যায়ে সকাল আনুমানিক ৯ টার দিকে কনক চন্দ্র সরকার তার শয়ন ঘরের তীরের সাথে দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।

স্থানীয় ইউপি সদস্য উত্তম কুমার এ তথ্য নিশ্চিত করেন। কুমিড়া পুলিশ কেন্দ্রর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …