নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়া থেকে বাগমারা পর্যন্ত মহাসড়ক (জেড-৬০০৪) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নতীকরণ এর ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর রাজশাহী ১৩০ কোটি টাকা ব্যায়ে ২৭ কিলোমিটার সড়কটি বাস্তবায়ন করছেন।
আজ (২৪ মার্চ) বুধবার সকাল ১০টায় সড়কের নির্মান কাজের উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমান। এ সড়কটির অবকাঠামোগত উন্নয়ন ও স¤প্রসারণ কাজের উদ্বোধন উপলক্ষে সড়ক ও জনপদ অধিদপ্তর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো.সামসুজ্জোহা’র সভাপতিত্বে এক আলোচানা সভা অনুষ্ঠিত হয়। সভায় শাহারিয়ার রহিম কনকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, সওজ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাদেকুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি অধ্যাক্ষ নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগের সহ-সভাপতি ওবাইদুর রহমান, আ’লীগ নেতা ও মৎস্য ব্যবসায়ী আমজাদ হোসেন, জিউপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহফুজ আহম্মেদ ডলার, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান মিঠু, জেলা যুবলীগের ক্রীড়া সম্পাদক নাসির উদ্দীন উইলিয়াম প্রমুখ।