নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়া পৌর নির্বাচন: আ’লীগের দলীয় মনোনয়ন চান ‘ওরা ১১ জন’

পুঠিয়া পৌর নির্বাচন: আ’লীগের দলীয় মনোনয়ন চান ‘ওরা ১১ জন’

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়ায় আসন্ন পৌরসভা নির্বাচনে স্থানীয় আ’লীগের ১১ জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী। এ উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় পুঠিয়া পি এন মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় আ’লীগের দলীয় মনোনয়ন চান মোট ১১ জন। আলোচনায় সর্বসম্মতিক্রমে ওই ১১ জনের নামের একটি তালিকা জেলা আ’লীগ বরাবর পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন, সাবেক জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ মোহাম্মদ গোলাম ফারুক, পুঠিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, পৌর আ’লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক, বর্তমান পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সারোয়ার শফিক হীরক, সাবেক জেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান সৌরভ, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এবিএম শাখাওয়াত হোসেন বাসার, পৌর আ’লীগ নেতা খালিদ হোসেন লালন ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিপু।

উল্লেখ্য, গত ২২ নভেম্বর দ্বিতীয় বারের মত পুঠিয়া পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশন। সে মোতাবেক মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। তবে এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …