নীড় পাতা / কৃষি / পুঠিয়ায় মুকুলে ছেয়ে গেছে আমবাগান, স্বপ্ন দেখছেন এলাকার আম চাষীরা

পুঠিয়ায় মুকুলে ছেয়ে গেছে আমবাগান, স্বপ্ন দেখছেন এলাকার আম চাষীরা

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ
শীতের মৌসুম শেষে চলছে মাঘ মাস, এরই মধ্যে পুঠিয়া উপজেলা এলাকায় আম গাছে আসতে শুরু করেছে আমের মুকুল, পর্যায়ক্রমে মুকুল আসছে প্রায় সব গাছেই। এখন মুকুলের পরিমাণ কম হলেও এর সৌরভ ছড়িয়ে পড়ছে আশেপাশের আকাশে বাতাসে।

বিভিন্ন এলাকা ঘুরেও দেখা গেছে, গাছে গাছে মুকুলের সমারোহ। কোন কোন গাছে একেবারেই ছেয়ে গেছে, আবার কিছু গাছে আংশিক মুকুল এসেছে। এসব গাছেও কিছুদিনের মধ্যেই পুরোপুরি মুকুলে ছেয়ে যাবে বলে প্রত্যাশা করছেন এই এলাকার আম চাষীরা।

পুঠিয়া উপজেলা কৃষি অফিসার জানিয়েছেন, এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলেই আছে। তবে মুকুল আসার পর থেকেই চাষীরা নিজ গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন। রোগ-বালাই ও পোকার আক্রমন থেকে রক্ষা করতে প্রয়োজনীয় বালাইনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে আম চাষীদের।

আরও দেখুন

রেলমন্ত্রীর সাথে রাসিক মেয়রের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক:রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম, এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য …