বৃহস্পতিবার , মে ২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় জনসেবা ক্লিনিক সিলগালা, মালিকের দু’মাসের কারাদন্ড

পুঠিয়ায় জনসেবা ক্লিনিক সিলগালা, মালিকের দু’মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়ায় ব্যাপক অনিয়মের অভিযোগে জনসেবা ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধ প্যাথলজি অ্যান্ড ডায়গনষ্টিক সেন্টার ও অব্যবস্থাপনায় অপারেশন থিয়েটার চালু রাখায় মালিক বুলবুল হোসেনকে দু’মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি অপারেশন থিয়েটার সীলগালা করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা সদরে অবস্থিত জনসেবা ক্লিনিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমা আকতার উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ বলেন, জনসেবা ক্লিনিক মালিক কোনো প্রকার কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন থেকে অবৈধ ভাবে প্যাথলজি অ্যান্ড ডায়গনষ্টিক সেন্টার চালিয়ে আসছিল। পাশাপাশি ওই ক্লিনিকের অপারেশন থিয়েটার অব্যবস্থাপনার মধ্যে রয়েছে। যার কারণে অপারেশন থিয়েটার সীলগালা করা হয়েছে। আর অবৈধ ভাবে প্যাথলজি অ্যান্ড ডায়গনষ্টিক সেন্টার চালানোর কারণে ক্লিনিক মালিককে দু’মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

আরও দেখুন

হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:মহান আর্ন্তজাতিক পহেলা মে দিবস উদযাপন উপলক্ষে এক দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের …