নীড় পাতা / উত্তরবঙ্গ / পুঠিয়ায় ছাত্রলীগের উদ্দ্যোগে কম্বল বিতরণ

পুঠিয়ায় ছাত্রলীগের উদ্দ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ বছর পূর্তি উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলা ছাত্রলীগের উদ্দ্যোগে শীতের গরম কাপর ‘কম্বল’ বিতরণ করা হয়েছে। একটি ইউনিয়নের আড়াইশ গরীব অসহায় ও দুঃস্থদের হাতে এসব কম্বল বিতরণ করা হয়।

গত (৭ জানুয়ারী) বৃহস্পতিবার বিকেলে উপজেলার জিউপাড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের প্রায় আড়াইশ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান মিঠু। এ সময় উপজেলা ছাত্রলীগের অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান মিঠু বলেন, দেশরন্ত প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নিদের্শে সারাদেশে মানবিক ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাড়াতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সাকিবুর রহমান মিঠু কম্বল বিতরণের সময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে পুঠিয়া-দূর্গাপুরের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোহাম্মদ মনসুর রহমান, রাজশাহী জেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল হক মাসুদ এর জন্য দোয়া ও সমর্থণ কামনা করেন।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …