নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৮ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরন

পুঠিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৮ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরন

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়াঃ
রাজশাহীর পুঠিয়ায় করোনায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩৮ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়েছে। রোববার বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ঝলমলিয়া খ্রিষ্টানপাড়া এলাকায় এগুলো বিতরন করা হয়।

জানা গেছে, চলমান করোনা দূর্যোগে বেসরকারী সংস্থা আশার পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে ২০০ ব্যাগ খাদ্য সামগ্রী যার মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ কেজি সয়াবিন তেল হস্তান্তর করা হয়৷ পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান ঝলমলিয়া এলাকায় বসবাসকারী ৩৮ টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।

এসময় বেসরকারী সংস্থা আশার পক্ষে দ্বিজেন্দ্রনাথ দাস, আজিম উদ্দিন, হামিদুল ইসলাম, হাবিবুর রহমান ও এবিএম মাসুদ আহম্মেদ উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে বাঁকী ১৬২ বস্তা খাদ্য সামগ্রী বিতরন করা হবে বলেও জানা গেছে।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …