নীড় পাতা / আইন-আদালত / পুঠিয়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘জাকির’ গ্রেফতার

পুঠিয়ায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘জাকির’ গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়ায় ইয়াবা ও ফেন্সিসিডিলসহ মাদক সম্রাট ও কথিত একটি বাহিনীর সোস্ হিসেবে পরিচিত জাকির হোসেন (২৮) কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল, ৫২ টি খালি বোতল ও ২৫০ টি বোতলের কর্ক উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম এলাকায়
বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী নামাজগ্রাম এলাকার আবুল কাশেমের ছেলে।

মাদকবিরোধী এই বিশেষ অভিযানে এসআই আঃ সালাম আজাদের নেতৃত্বে এএসআই মুশফিকুর রহমান, এএসআই আবেদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে মাদক কারবার চালিয়ে আসছিল জাকির। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …