সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় করোনার সংক্রমন রোধে প্রচারণা ও মাক্স বিতরণ

পুঠিয়ায় করোনার সংক্রমন রোধে প্রচারণা ও মাক্স বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া:
রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরে করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষে সরকারের নির্দেশনা মোতাবেক বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করতে জনসচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

আজ (৩০ নভেম্বর) সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ত্রিমোহনী বাজার (বাসস্ট্যান্ড) এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ, পিএএ।

এই অভিযান পরিচালনার সময়ে মাস্ক পরিধান না করায় আর্থিকভাবে স্বাবলম্বী ১২ জনকে ২১০০/- টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

কোভিড-১৯ এর সেকেন্ড ওয়েভ প্রশমণে মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক ভাবে সহযোগিতায় ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও “এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট” মোছা. রুমানা আফরোজ ও থানার অফিসার (ইনচার্জ) মো. রেজাউল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

প্রচারণায় ইউএনও বলেন, আসুন আমরা নিজে মাস্ক পড়ি ও অন্যকে মাস্ক পড়তে উদবুদ্ধ করি, স্বাস্থ্যবিধি মেনে চলি, নিরাপদ ও করোনামুক্ত থাকি।

থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরের বাইরে মাস্ক ছাড়া বের হলে ভ্রাম্যমাণ আদালতের সাজায় কারাগারেও যেতে হতে পারে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …