নীড় পাতা / আইন-আদালত / পুঠিয়ায় ধারালো অস্ত্র দিয়ে এক নারীকে কুপিয়ে হত্যা

পুঠিয়ায় ধারালো অস্ত্র দিয়ে এক নারীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া(রাজশাহী)
রাজশাহীর পুঠিয়ায় জামফুরা বেগম (৫০) নামের এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নলপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী একই গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে পুলিশের ধারনা। নিহত নারীকে গুরুত্বর আহত অবস্থায় তার ছেলে ও আত্বীয় স্বজনেরা উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত নারীর ছেলে, লালন হোসেন জানান, সন্ধ্যার পর সে বাজারে ছিলো। তখন মুঠোফোনে খবর পায় তার মাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। পরে বাড়ি এসে তার মাকে গুরুত্বর আহত অবস্থায় পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে আসে। তবে নিহত নারীর স্বামী জালাল উদ্দিন পালাতক রয়েছে।

এলাকাবাসীর ধারনা নিহত নারীর স্বামী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কে তাকে কুপিয়ে হত্যা করেছে সে ব্যপারে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …