নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / পুঠিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুঠিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক , পুঠিয়াঃ
রাজশাহীর পুঠিয়ায় ৩২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম হেরোইনসহ দু’জন  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ (২৮ মে) বৃহস্পতিবার দুপুরে উপজেলার বানেশ্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বানেশ্বর এলাকার বাসিন্দা হায়দার আলীর ছেলে মিলন (৩৩) ও চারঘাট উপজেলার বাসিন্দা মৃত ইদ্রীস আলীর ছেলে কামরুল ইসলাম (৩০)।

পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল ইসলাম।

থানা সূত্রে জানা গেছে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক সেলীম বাদশাহ্ এর নেতৃত্বে একটি দল উপজেলার বানেশ্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন ও ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দু’জন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে আর্মড পুলিশ বাদী হয়ে পুঠিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল ইসলাম জানান, তাদের থানায় হস্তান্তরের পর মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে দু’জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আরও দেখুন

বাংলা‌দে‌শিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা চালু কর‌ছে ওমান

নিউজ ডেস্ক : গত বছরের অক্টোবর থেকে বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ রেখেছিল ওমান দেশটিতে বাংলাদেশি …