নীড় পাতা / খেলা / ক্রিকেট / পিপরুল ইউনিয়নের মদনহাট পাবনাপাড়ায় বিশেষ ক্রিকেট টিমের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পিপরুল ইউনিয়নের মদনহাট পাবনাপাড়ায় বিশেষ ক্রিকেট টিমের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
মুজিব বর্ষ উপলক্ষে নাটোরের নলডাঙ্গা উপজেলা মদনহাট পাবনাপাড়া ক্রিকেট টুনামেন্ট খেলার হয়েছে।  শুক্রবার সন্ধ্যায় ৪ নং পিপরুল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মদনহাট পাবনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মজাহিদ- সবুজ ক্রিকেট ক্লাবের আয়োজনে  মুজিব বর্ষে এই ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচের খেলায় অংশ নেয় মজাহিদ- সবুজ ক্রিকেট ক্লাব বনাম মদনহাট পাবনাপাড়া ক্লাব। পিপরুল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবলু মোল্লার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ৪ নং পিপরুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কলিমউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন রায়হান তানভীর, ফজলুর রহমান, রবিউল ইসলাম সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ান আওয়ামী লীগ, যুবলীগ,  ছাত্র লীগ সহ বিভিন্ন স্তরের আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

খেলয় ঘোড়াগাছা ক্রিকেট দল মাধনগর ক্রিকেট দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে  ঘোড়াগাছা ক্রিকেট টিমের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ৪ নং পিপরুল ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবলু মোল্লা।

খেলায় ৮ টি টিম অংশ নিয়ে ৪ টি টিমে খেলা অনুষ্ঠিত হয়। পরে ৪ টি টিমের মধ্যে ঘোড়াগাছা ক্রিকেট টিম ও মাধনাগর ক্রিকেট টিমের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …