নীড় পাতা / জেলা জুড়ে / পলকের ছেলের উদ্যোগে এক লক্ষ বৃক্ষ রোপনের উদ্বোধন

পলকের ছেলের উদ্যোগে এক লক্ষ বৃক্ষ রোপনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

প্রতিমন্ত্রী পলকের বড় ছেলে অপূর্ব জুনাইদের ্উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও বসত-বাড়ির আঙ্গিনায় এক লাখ বৃক্ষ রোপনের উদ্বোধন করা হয়েছে। এতে যেগোযোগ প্রযুক্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন “বাংলাদেশের চেয়ে ধনী রাষ্টগুলো হিটার , বিদ্যুৎ ,তেল ব্যবহার করছে। এর ফলে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচেছ। এর ফলে গ্রীনল্যান্ড, এন্টার্টিকা, হিমালয় পর্বতের জমে থাকা বরফ গলে নদ-নদী হয়ে সমুদ্রে পড়ছে। এতে করে সমুদ্রের পানি যদি বেড়ে যায় তাহলে বাংলাদেশের চার ভাগের এক ভাগ পানির তলে তলিয়ে যাবে। ফলে সমুদ্র তীরবর্তী আড়াই তিন লাখ মানুষকে সরিয়ে নিতে হবে। এই রকবম বৈশ্বিক সংকট মোকাবেলার জন্য। আধুনিক প্রযুক্তি ব্যবহার, পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করতে হবে। অপরদিকে বেশী করে গাছ লাগাতে হবে।” তিনি আজ বুধবার বেলা ১২ টার দিকে সিংড়ার শেরকোলে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রাঙ্গনে বৃক্ষ চারা বিতরণ ও রোপন শেষে আয়োজিত বৃক্ষ চারা রোপন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।  প্রতিমন্ত্রী মহোদয়ের বড় ছেলে অপূর্ব জুনাইদের ্উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও বসত-বাড়ির আঙ্গিনায় এক লাখ বৃক্ষ রোপনের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতিুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, উদ্যোক্তা অপূর্ব জুনাইদ ও তার ভাই অনির্বান জুনাইদসহ সংশ্লিষ্টরা। এর আগে প্রতিমন্ত্রী সিংড়া শতপল্লী ‘শান্তি নিবাস’ প্রাঙ্গনে ও  শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রাঙ্গনে বৃক্ষ চারা রোপন করেন।

আরও দেখুন

নাটোরের বড়াইগ্রামে ইয়াবা সহ একজন আটক

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ইয়াবা সহ মোঃ বুদু মোল্লা (৪৭) নামের একজনকে আটক করেছে ডিবি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *