নীড় পাতা / আইন-আদালত / নৌকার মাঝি আরজু হত্যার অপর দুই অভিযুক্ত গ্ৰেফতার

নৌকার মাঝি আরজু হত্যার অপর দুই অভিযুক্ত গ্ৰেফতার

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নৌকার মাঝি আরজু মিয়া হত্যা মামলার প্রধান দুই আসামি ফরহাদ এবং রতনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ৩১ আগস্ট রাত পৌনে বারোটার দিকে রাজশাহী জেলার কাটাখালী থানার কাটাখালি বাজার হতে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদ এবং রতন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে।

নৌকা ভ্রমণকালে ৩ জন আসামি গাঁজা সেবন করে এবং ফরহাদ চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে আরজু মিয়াকে রক্তাক্ত জখম করে। এরপর তিনজন মিলে তাকে জীবন্ত অবস্থায় পানিতে ফেলে দেয়। আজ তাদের দু’জনকে গুরুদাসপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

জবানবন্দি প্রদান শেষে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করার আদেশ দেন।

আরও দেখুন

নাটোরে চামড়া ব্যবসায়ী এবং অংশী জনের সাথে জেলা প্রশাসন এর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: কাঁচা চামড়ার সংরণক্ষণ,ক্রয় বিক্রয় ও পরিবহন সহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে চামড়া ব্যবসায়ী ও …