নীড় পাতা / উত্তরবঙ্গ / নৌকাকে ডুবিয়ে জামাত-বিএনপি সিংহাসনে

নৌকাকে ডুবিয়ে জামাত-বিএনপি সিংহাসনে


নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়া পঞ্চমধাপে নির্বাচনে ৫টি ইউনিয়নে নৌকার কোন প্রার্থী বিজয়ের মালা পড়তে পারেনি। তবে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে আনারস প্রতীক নিয়ে সাখাওয়াত হোসেন মল্লিক(স্বতন্ত্র)প্রার্থী ৯ হাজার ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও সাবেক চেয়ারম্যান (চশমা) প্রতীক পেয়েছে ৭ হাজার ৫১৬ ভোট। আ’লীগের মনোনীত নৌকা প্রতীকে ৩ হাজার ৫২ ভোট পেয়েছেন। জিয়ানগর ইউনিয়ন বিএনপির স্বতন্ত্র প্রার্থী ৬হাজার ৭৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী কামরুজ্জামান নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ২৬২ ভোট পেয়েছে।

দুপচাঁচিয়া সদর ইউনিয়নে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মোটর সাইকেল প্রতীকে ৬ হাজার ৭২১ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বি আ. বাকের হোসেন সেন্টু নৌকা প্রতীকে ২ হাজার ৭৬৪ ভোট পেয়েছে। চামরুল ইউনিয়নে বিএনপি(স্বতন্ত্র) প্রার্থী শাহজাহান আলী ঘোড়া প্রতীকে ৯ হাজার ৫৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম চশমা প্রতীকে ৬ হাজার ৮৩০ ভোট পেয়েছে। আলোড়ন সৃষ্টিকারী গুনাহার ইউনিয়ন আ’লীগের প্রবীণ নেতা ৩ বারের ইউপি চেয়ারম্যান নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৯১৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতে ইসলামের নেতা নুর মোহাম্মদ আবু তাহের চশমা প্রতীকে সর্বোচ্চ ১৪ হাজার ৯৫৭ ভোট পেয়ে বিজয় মালা ছিনিয়ে নিয়েছেন।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …