নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়া পঞ্চমধাপে নির্বাচনে ৫টি ইউনিয়নে নৌকার কোন প্রার্থী বিজয়ের মালা পড়তে পারেনি। তবে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদে আনারস প্রতীক নিয়ে সাখাওয়াত হোসেন মল্লিক(স্বতন্ত্র)প্রার্থী ৯ হাজার ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও সাবেক চেয়ারম্যান (চশমা) প্রতীক পেয়েছে ৭ হাজার ৫১৬ ভোট। আ’লীগের মনোনীত নৌকা প্রতীকে ৩ হাজার ৫২ ভোট পেয়েছেন। জিয়ানগর ইউনিয়ন বিএনপির স্বতন্ত্র প্রার্থী ৬হাজার ৭৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী কামরুজ্জামান নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ২৬২ ভোট পেয়েছে।
দুপচাঁচিয়া সদর ইউনিয়নে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মোটর সাইকেল প্রতীকে ৬ হাজার ৭২১ ভোট পেয়ে নির্বাচিত, নিকটতম প্রতিদ্বন্দ্বি আ. বাকের হোসেন সেন্টু নৌকা প্রতীকে ২ হাজার ৭৬৪ ভোট পেয়েছে। চামরুল ইউনিয়নে বিএনপি(স্বতন্ত্র) প্রার্থী শাহজাহান আলী ঘোড়া প্রতীকে ৯ হাজার ৫৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম চশমা প্রতীকে ৬ হাজার ৮৩০ ভোট পেয়েছে। আলোড়ন সৃষ্টিকারী গুনাহার ইউনিয়ন আ’লীগের প্রবীণ নেতা ৩ বারের ইউপি চেয়ারম্যান নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৯১৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াতে ইসলামের নেতা নুর মোহাম্মদ আবু তাহের চশমা প্রতীকে সর্বোচ্চ ১৪ হাজার ৯৫৭ ভোট পেয়ে বিজয় মালা ছিনিয়ে নিয়েছেন।
