নীড় পাতা / জেলা জুড়ে / নিরাপদ সড়ক দিবস উপলক্ষে লালপুরে আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শনী

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে লালপুরে আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসের কার্যক্রমের অংশ হিসেবে নাটোরের লালপুরে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রামান্য চিত্র প্রদর্শনী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে লালপুর ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । নিরাপদ সড়ক চাই (নিসচা) লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-নওগাঁ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহম্মেদ।

এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নাটোর জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আকতার বানু, লালপুর থানার ওসি (তদন্ত) মনোয়ারুজ্জামান, মহিলা আসনের সংসদ সদস্যর কন্যা সুমনা আহম্মেদ, লালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল মাজেদ, নিরাপদ সড়ক চাই নাটোর জেলা শাখার সহ সাধারন সম্পাদক আখলাক হোসেন লাল, এনামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, লালপুর শাখার সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম লিটন, সহ-সভাপতি সালাহ্ উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

আলোচনা সভার পূর্বে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করনীয় শীর্ষক প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।

আরও দেখুন

নাটোরে চামড়া ব্যবসায়ী এবং অংশী জনের সাথে জেলা প্রশাসন এর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: কাঁচা চামড়ার সংরণক্ষণ,ক্রয় বিক্রয় ও পরিবহন সহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে চামড়া ব্যবসায়ী ও …