শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / নিয়োগে প্রতারণা ঠেকাতে বিজিবিতে চালু হলো ‘ই-রিক্রুটমেন্ট’

নিয়োগে প্রতারণা ঠেকাতে বিজিবিতে চালু হলো ‘ই-রিক্রুটমেন্ট’

নিউজ ডেস্ক:
বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নিয়োগ প্রক্রিয়াকে আধুনিক যুগোপযোগী, কার্যকরী ও সহজীকরণের জন্য ওয়েব বেইজড ‘ই-রিক্রুটমেন্ট’ সফটওয়্যার চালু করা হয়েছে। এতে প্রার্থী নিজেই ভর্তি আবেদন করতে পারবেন ও দালালের প্রতারণার কোনো সুযোগ থাকবে না।

বৃহস্পতিবার বিজিবি’র মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান ‘বিজিবি’র ই-রিক্রুটমেন্ট’ সফটওয়্যারের উদ্বোধন করেন। 

এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশ’ এ রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন। ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে বিজিবি’র নিয়োগ প্রক্রিয়াকে আধুনিক স্মার্ট প্রযুক্তি নির্ভর ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজিবি মহাপরিচালক আরও বলেন, রিক্রুটমেন্ট হলো একটি বাহিনীর দক্ষ সৈনিক বাছাইয়ের মূল ভিত্তি। নিয়োগ প্রক্রিয়া সঠিক ও স্বচ্ছ হলে বাহিনী মেধাবী, চৌকস ও দক্ষ সৈনিক পাবে। একজন দক্ষ সৈনিকই পারে দেশমাতৃকার সীমান্ত সুরক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বলিষ্ঠ অবদান রাখতে।

ই-রিক্রুটমেন্ট সফটওয়্যারের সুবিধা—

সফটওয়্যারের মাধ্যমে দেশের সেবায় আগ্রহী প্রার্থীরা ওয়েব বেইজড ‘ই-রিক্রুটমেন্ট’ সফটওয়্যারে প্রবেশ করে নিজেই বিজিবিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এছাড়া মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে পারবেন; প্রার্থীর ছবি অনলাইন আবেদনের সময়েই গ্রহণের ব্যবস্থা রয়েছে। এতে সুরক্ষিত এনক্রিপ্ট কিউআর কোড থাকায় প্রতারণার কোনো সুযোগ নেই; আবেদনকারী তার শিক্ষাগত যোগ্যতার তথ্য পূরণ করার পর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে জাতীয় ডাটাবেজ থেকে তথ্য যাচাই করতে পারবে। এতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন এবং মেধাবী ও যোগ্য প্রার্থী নির্বাচন আরও সুদৃঢ় হবে; প্রার্থীদের জেলা ভিত্তিক নির্বাচন কেন্দ্র নির্দিষ্টকরণ, পরীক্ষা সংক্রান্ত যেকোনো নির্দেশনা অবহিতকরণ, ফলাফল প্রাপ্তি সহজতর হবে; নিয়োগ প্রক্রিয়ায় ২৪/৭ প্রার্থীদের আবেদন ও নিয়োগ সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান দেওয়া সম্ভব হবে। আবেদনকারী কোনো প্রতারক বা দালালচক্রের প্রভাব ছাড়াই সকল কার্যক্রম সম্পন্ন করে নিয়োগপ্রাপ্ত হবেন।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …