নীড় পাতা / জেলা জুড়ে / নানা আয়োজনের মধ্যে দিয়ে নাটোরে ইশারা দিবস পালিত

নানা আয়োজনের মধ্যে দিয়ে নাটোরে ইশারা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:

“বাংলা ইশারা ভাষার প্রসার করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা, আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে ইশারা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার বেলা ১১ টার দিকে ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ক্যালেক্টরেট ভবনে এসে শেষ হয়। পরে ডিসি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক জিয়া লতিফুল, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস সহ সরকারী কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়। তাদের সাথে আমাদের সমাজের সবাই কে বন্ধুর মতো আচরন করতে হবে। সরকার প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে। সমাজের কোন প্রতিবন্ধী যেন কারো বোঝা না হয় সেই লক্ষ্যে সরকার কাজ করছে।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …