নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর-১ আসনে জামানত হারাচ্ছেন ৭ প্রার্থী

নাটোর-১ আসনে জামানত হারাচ্ছেন ৭ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, লালপুর (নাটোর) :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ৭ প্রার্থীর জামানত হারাচ্ছেন। মোট ভোটারের ২৫ শতাংশ ভোট না পাওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।


তারা হলেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহীম খলিল (হাতুড়ি) প্রতীকে পেয়েছেন ৩৪৩০ ভোট, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য লে. কর্নেল (অব.) মো. রমজান আলী সরকার (কাঁচি) প্রতীকে পেয়েছেন ২৬১৪ ভোট, জাতীয় পার্টির ব্যারিস্টার মো. আশিক হোসেন (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ২০৩৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজল রায় (ঢেঁকি) প্রতীকে পেয়েছেন ১১৩৬ ভোট; জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ইঞ্জিনিয়ার মো. মোয়াজ্জেম হোসেন (মশাল) প্রতীকে পেয়েছেন ৮১৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. জামাল উদ্দিন ফারুক (ট্রাক) প্রতীকে পেয়েছেন ৪৬৮ ভোট এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মো. লিয়াকত আলী (একতারা) প্রতীকে পেয়েছেন ৪৫১ ভোট।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (লালপুর-বাগাতিপাড়া) এ আসনে মোট ভোটারের সংখ্যা ছিল ৩ লাখ ৪৯ হাজার ৩৬৯ জন। এর মধ্যে মোট প্রদত্ত ভোটার সংখ্যা ১ লাখ ৭০ হাজার ২৪৯ টি, বাতিলকৃত ভোটের সংখ্যা ছিলো ৫ হাজার ৪০৭ টি, বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৮৪২ টি। সে অনুযায়ী ২৫ শতাংশ ভোট হবে ৪২ হাজার ৫৬২ টি।


উল্লেখ্য সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র পদপ্রার্থী নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ “ঈগল” প্রতীক নিয়ে ৭৭হাজার ৯৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুল নৌকা প্রতীক নিয়ে ৭৫ হাজার ৯৪৭ ভোট পেয়েছেন।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …