শনিবার , এপ্রিল ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর ফায়ার সার্ভিস স্টেশনে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

নাটোর ফায়ার সার্ভিস স্টেশনে বৃক্ষরোপন কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক
নাটোর ফায়ার সার্ভিস স্টেশনে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে শহরের কানাইখালিস্থ ফায়ার স্টেশনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে, প্রতিটি ফায়ার স্টেশনে বৃক্ষরোপন কাজের অংশ হিসেবে বুধবার সকাল দশটার দিকে সিনিয়র স্টেশন অফিসার আক্তার হামিদ খান এর নেতৃত্বে নাটোর ফায়ার স্টেশনে ফলদ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়। সেই সাথে এডিস মশার বিস্তার রোধে জমে থাকা পানি পরিস্কারসহ বিভিন্ন পরিস্কার পরিছন্নতামূলক কাজ পরিচালনা করা হয়।

দিনের কর্মসূচির সার্বিক তত্বাবধান ও নির্দেশনায় ছিলেন উপ সহকারী পরিচালক আসাদুজ্জামান।

আরও দেখুন

বৈশাখের খরতাপে চলনবিলে শ্রমিকের মাঝে স্যালাইন-পানি বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: বৈশাখের তীব্র তাপদাহে মানুষ ও প্রাণীকুলের জীবন-যাপন হাঁসফাঁস অবস্থা। বিশেষ করে চলনবিলের কৃষি …