নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর পৌরসভার বিভিন্ন ভাতা কার্ড বিতরণের উদ্বোধন

নাটোর পৌরসভার বিভিন্ন ভাতা কার্ড বিতরণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভার বিভিন্ন ভাতা কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা এগারোটার দিকে পৌর প্রাঙ্গনে এই ভাতা কার্ড বিতরণের উদ্বোধন করেন মেয়র উমা চৌধুরী জলি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নাটোর পৌরসভাধীন ৯টি ওয়ার্ডে ২০১৯-২০ অর্থবছরের বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ৫৮৪টি কার্ড বিতরণর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। করোনাকালীন সময়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক স্থানীয় সরকার বিভাগের অধীনে পৌরসভার জন্য এই এই সহায়তা প্রদান করা হয়েছে।

এই সহায়তা কার্ড বিতরণকালে মেয়র জানান,করোনা প্রাদুর্ভাব এবং সাম্প্রতিক বন্যায় মানুষ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন অথবা দুর্দশায় না পড়েন তার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা জনগণের জন্য এই কর্মসূচি গ্রহণ করেছেন। আমরা জনগণের সেবক হিসেবে এই সুবিধাগুলো তাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি মাত্র।

আরও দেখুন

নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল সুগার মিলের চলমান মৌসুমি জনবল থেকে স্থায়ীকরণ স্থগিতাদেশ প্রত্যাহার এবং সরকার …