নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর পুণঃ নির্মিত মন্দিরে শ্রী শ্রী জয়কালী মাতা ও অপর তিন বিগ্রহ পুণঃস্থাপন

নাটোর পুণঃ নির্মিত মন্দিরে শ্রী শ্রী জয়কালী মাতা ও অপর তিন বিগ্রহ পুণঃস্থাপন

নিজস্ব প্রতিবেদক:
নাটোর লালবাজারে পুণঃনির্মিত মন্দিরে শ্রী শ্রী জয়কালী মাতা ও অপর তিন বিগ্রহ পুণঃস্থাপন করা হবে আগামীকাল। সোমবার সকাল সাড়ে ১০টায় পুণঃস্থাপন করে পূজা অর্চনা কাজ শুরু করা হবে। অর্ধবঙ্গেশ্বরী মহা-রাণী ভবানী শহর নাটোরের লালবাজারে শ্রী শ্রী জয়কালী মাতার মন্দিরটি স্থাপন করেছিলেন।

সেখানে শ্রী শ্রী জয়কালী মাতাসহ অন্যান্য দেবীর নিত্য পূজা সম্পন্ন হ’তো। কালের বিবর্তনে মন্দিরটি পুরাতন হওয়ায় এবং স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় পুণঃ নির্মাণের প্রয়োজন দেখা দেয়। পরে মন্দির কমিটির আবেদনের প্রেক্ষিতে ও ভারত সরকারের উন্নয়ন সহযোগিতায় মন্দিরটি পুণঃ নির্মাণ করা হয়।

সেই পুণঃ নির্মিত মন্দিরে শ্রী শ্রী জয়কালী মাতা বিগ্রহ, শ্রী শ্রী মহাকালী মাতা বিগ্রহ, শ্রী শ্রী জয়দুর্গা মাতা বিগ্রহ ও শ্রী শ্রী মহালক্ষী মাতা বিগ্রহ পুণঃস্থাপন করে অভিষেক ও সম্মেলক পূজা অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় আরতী অনুষ্ঠান ও ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …