নীড় পাতা / টপ স্টোরিজ / নাটোরে ৫ রিক্রুট পুলিশ সদস্যের কারাদন্ড মঞ্জুর

নাটোরে ৫ রিক্রুট পুলিশ সদস্যের কারাদন্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ

মুক্তিযোদ্ধার জাল সনদে চাকুরী নেওয়ার অপরাধে ৫ পুলিশ সদস্যকে দুই বছর ৬মাস করে কারাদন্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার নাটোরের সিনিয়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম এই সাজা প্রদানর করেন।
সাজাপ্রাপ্তরা হচ্ছেন গুরুদাসপুর উপজেলার হাঁসমারি গ্রামের মৃত মজিদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলার কাটুয়াগাড়ী এলাকার বাবুল মোল্লার ছেলে সাইদুর রহমান, একই এলাকার হাবিবুর রহমানের ছেলে আমির আলী , লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকার জামাল হোসেনের ছেলে সাজেদুর রহমান এবং একই এলাকার কাউছার ওরফে বেলুর ছেলে জোবায়ের হোসেন ওরফে পলাশ।


মামলা সুত্রে জানা যায় , সাজাপ্রাপ্তরা ২০১১সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ সদস্য হিসেবে নিয়োগ পান। পরবর্তীতে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট যাচাই-বাছাইয়ে নিয়োগপ্রাপ্ত ৫ পুলিশ সদস্যের সার্টিফিকেট জাল হিসেবে তদন্তে বেরিয়ে আসে। এরপর ২০১২ সালে নাটোর পুলিশ লাইন্সের আর আই ওয়ান মামুনুর রশীদ বাদী হয়ে ওই ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন, পরে সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালত মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …