নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে ১২ দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ

নাটোরে ১২ দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর শহরের কান্দিভিটা হাফেজিয়া মাদরাসা হতে জনি -১৩ নামে একজন শিক্ষার্থী ১২দিন ধরে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখোঁজি করেও জনির সন্ধান পাওয়া যায়নি।

জনির বাবা নলডাঙ্গা উপজেলার সড়কুতিয়া গ্রামের সাইফুল ইসলাম জানান, জনি কান্দিভিটা হাফেজিয়া মাদরাসা বোর্ডিংয়ে থেকে লেখা পড়া করতো। গত ২৬ মার্চ থেকে হঠাৎ করে তার সন্ধান পাওয়া যাচ্ছেনা। মাদরাসা কর্তৃপক্ষ তার নিখোঁজের কোন কারণ জানাতে পারেনি। অপরদিকে জনির খোঁজে তার মা অসুস্থ হয়ে পড়েছেন। আমরা আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় সন্ধান করেও জনিকে খুঁজে পাইনি। তিনি জনিকে উদ্ধারে আইন শৃংখলা বাহিনীর কাছে দাবি জানান।

এ বিষয়ে কান্দিভিটা হাফেজিয়া মাদরাসার সুপার মওলানা রুহুল আমিন জানান, জনির নিখোঁজের কোন সঠিক কারণ তারা খুঁজে পাচ্ছেন না। তাঁরা জনি নিখোঁজের বিষয়টি জানতে পেরে গত ২৮ জানুয়ারী নাটোর থানায় একটি মিসিং ডায়েরি করেছি। তিনিও জনিকে উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।

এ বিষয়ে নাটোর থানার ওসি কাজী জালাল উদ্দিন জানান, জনি নিখোঁজের একটি মিসিং ডায়েরি নাটোর থানায় লিপিবদ্ধ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকেও জনিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

আরও দেখুন

নাটোরে জেলা প্রশাসক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক: নাটোরে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৬ মে …