নীড় পাতা / আইন-আদালত / নাটোরে হেরোইনসহ আটক ১

নাটোরে হেরোইনসহ আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌখস অভিযানিক দল শহরের বড় হরিশপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠের প্রধান গেটের সামনে থেকে মতিউর রহমান (৪০) নামে এক ব্যক্তির দেহ তল্লাশি করে ডান পায়ের স্যান্ডেলের মধে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫০গ্রাম নিষিদ্ধ ঘোষিত মাদকদ্রব্য হেরোইনসহ আটক করেছে।

আটক মতিউর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদরের শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুরের রাবনপাড়া গ্রামের মোঃ ছাবের আলীর ছেলে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে এক প্রেস ব্রিফিং-এ জানা যায়, পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা পিপিএম বার এর দিকনির্দেশনায় এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক সৈকত হাসান এর নেতৃত্বে এসআই মিঠুন সরকার, এএসআই আব্দুল জলিল, এএসআই রেজাউল করিম, এএসআই আবেদুর রহমান, কনস্টেবল রবিউল ইসলাম, কনস্টেবল কমল মাহাতো ও কনস্টেবল সজিব হোসেন- মতিউর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে বনবেলঘড়িয়া বাইপাস এলাকা থেকে ৫০গ্রাম হেরোইনসহ সোববার (২০জানুয়ারী) ডিবি পুলিশের একটি অভিযানিক দল আটক করে।

পরে এ সংক্রান্তে নাটোর সদর থানায় মামলা রুজু করে আটক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক সৈকত হাসান জানান, পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম বার স্যারের দিকনির্দেশনায় আমরা দৃঢ়তার সাথে-মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, নারী উত্তক্তকারীর বিরুদ্ধে তাতক্ষনিক ব্যবস্থা গ্রহণ,সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ যেকোন প্রকার অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …