নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে হতদরিদ্রদের মাঝে জেলা প্রশাসনের ইফতার বিতরণ

নাটোরে হতদরিদ্রদের মাঝে জেলা প্রশাসনের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ ৫ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটার দিকে নাটোর শহরের রেলওয়ে স্টেশন এলাকায় এই ইফতার এবং পানীয় জল বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এসময় দুই শতাধিক ব্যক্তির মাঝে প্রস্তুত করা ইফতার বিতরণ করা হয়। জেলা প্রশাসক শামীম আহমেদ জানান রোজা শুরুর দিন থেকে শেষ রোজা পর্যন্ত ছয় হাজার প্যাকেট ইফতার বিতরণ এর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি আরো জানান জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের দেয়া আর্থিক সহযোগিতা থেকে এই ইফতার বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

তিনি আরো জানান, জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগন, সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, জনপ্রতিনিধিদের এগিয়ে আসা উচিত। তাহলে এই সকল ছিন্নমূল হতদরিদ্র মানুষ স্বচ্ছন্দভাবে রোজার মাসে ইফতার গ্রহণ করতে পারবে। এদিকে ইফতার পেয়ে হতদরিদ্র এসকল মানুষের মধ্যে উৎসাস লক্ষ্য করা যায়। তারা জেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …