নীড় পাতা / আইন-আদালত / নাটোরে শ্লীলতাহানির অভিযোগে আটক একজন

নাটোরে শ্লীলতাহানির অভিযোগে আটক একজন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে এক মাদরাসা পড়ুয়া এক ছাত্রীর (১৪) শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় অভিযুক্তদের আটকের জন্য অভিযানে নেমেছে পুলিশ। এসময় এক অভিযুক্তের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নির্যাতিতা ছাত্রী শুক্রবার বিকেলে জানান, উপজেলার আহম্মেদপুর এলাকায় এক মহিলা মাদরাসার আবাসিক ছাত্রী তারা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে টিউবয়েলের পানি নিতে সীমানা প্রাচিরের বাহিরে আসেন তিনি সহ তিনজন। এসময় হঠাৎ স্থানীয় রাব্বী হোসেন (১৯), তার বন্ধু আরিফ হোসেনসহ (১৮) ৫-৬ জন এসে তার মুখ চেপে ধরে পাশের আম বাগানে নিয়ে শ্লীলতাহানি করে। পরে তার এবং সঙ্গীয় দুই জনের চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করেন।
সে আরও জানায়, অভিযোগ করবো কিনা দ্বিধায় থাকায় থানায় জানানো হয়নি। তবে এখন মামলা করবো।

এদিকে শুক্রবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযুক্ত রাব্বীর বাবা আব্দুর রশিদকে আটক করেছে পুলিশ।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, লোক মুখে ঘটনা শুনে অনুসন্ধানের জন্য তিনিসহ পুলিশের দল ঘটনাস্থলে রয়েছেন। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

গুরুদাসপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক: চলতি বোরো মওসুমে নাটোরের গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে সরকারি ধান-চাল সংগ্রহের উদ্বোধন …