নীড় পাতা / জাতীয় / নাটোরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

নাটোরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে স্বেচ্ছাসেবী সংগঠন ডেভেলপ সোসাইটি মাইন্ডস আই (ডেসমি)’র উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে স্কুলব্যাগ, খাতা, কলম ও জ্যামিতি বক্স উপহার হিসাবে দেয়া হয়। শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বড়হরিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান গনি ভূঁইয়া।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক আমির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ সুজন গাজী, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা। কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দিতেই এমন প্রতিনিয়ত এমন আয়োজন করেন বলে জানান স্বেচ্ছাসেবকরা।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …