নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে রাতভর মাটিবাহী গাড়ির জিকিরে অতিষ্ঠ জনসাধারন

নাটোরে রাতভর মাটিবাহী গাড়ির জিকিরে অতিষ্ঠ জনসাধারন

নিজস্ব প্রতিবেদক: 

নাটোর গৌরীপুর মাদ্রাসা মোড় বাজার সংলগ্ন বিলে অবাধে চলছে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন।দিনে-রাতে এমন পুকুর খননে হুমকিতে পড়েছে কৃষকসহ স্থানীয়রা।পুকুর খননের মাটি বিক্রি করা হচ্ছে জেলার বিভিন্ন উপজেলায়, আর মাটিতে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি রাস্তা। আবার এই কাদা-মাটি রাস্তার পড়ে থাকায় সড়ক দুর্ঘটনার প্রবণতাও বাড়ছে দিনে দিনে। অথচ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।যেনো রাতের আধাঁরে জিকির চলছে এমন অবস্থা হয়ে দাড়িয়েছে এ জেলা জুড়ে। মাটিবাহী গাড়ির শব্দে বিরক্ত হচ্ছে জনসাধারণ।

জানা গেছে,নাটোরের ৭নং হালসা ইউনিয়নের শফিক চেয়ারম্যান নামের এক ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে জেলার বিভিন্ন উপজেলায় দিনে-রাতে পুকুর খনন করছে। সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে নানা ভাবে হুমকির স্বীকার হচ্ছে এই প্রভাবশালীর কাছ থেকে।
নাটোর সদর উপজেলার ৭নং হালসা ইউনিয়নের ১নং গৌরিপুর ওয়াড আওরাইল মৌজায় প্রায় ১৫ বিঘা জমিতে অবাধে পুকুর খনন করছে তিনি। এদিকে উপজেলা প্রশাসন দাবি করছেন পুকুর খননের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।যদিও ১ মাসে কোনো অভিযানই চোখে পড়েনি কারও। জেলা প্রশাসক আবু নাসির ভূঁইয়া বলেন,অবৈধ পুকুর খনন করলে কাউকে ছাড় দেয়া হবে না। ইউএনওদের অভিযানে নির্দেশ প্রদাণ করা হয়েছে।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …