নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে যক্ষা রোগী সনাক্তকরণে ‘নাটাব’-এর মত বিনিময় সভা

নাটোরে যক্ষা রোগী সনাক্তকরণে ‘নাটাব’-এর মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
নাটোরে যক্ষা রোগী সনাক্তকরণে সচেতনতা সৃষ্টিতে ‘নাটাব’-এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের কাপুড়িয়াপট্টিস্থ ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) জেলা শাখার উদ্যোগে এবং এনজিও প্রতিনিধিদের নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‘নাটাব’ জেলা শাখার সাধারণ সম্পাদক এনামুর রহমান চিনুর সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার সাহা, ব্র্যাক জেলা ব্যবস্থাপক দুলাল চন্দ্রসহ অন্যান্যরা।

বক্তারা যক্ষা রোগের লক্ষণ, চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত কওে বক্তব্য রাখেন। তারা রোগী সনাক্তকরণ,চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করতে সবার সহযোগিতা কামনা করেন। পরে অংশগ্রহণকারীদেও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …