নীড় পাতা / জাতীয় / নাটোরে ভারত-বাংলাদেশ ৫ম সাংস্কৃতিক মিলন মেলা শুরু

নাটোরে ভারত-বাংলাদেশ ৫ম সাংস্কৃতিক মিলন মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ভারত-বাংলাদেশ ৫ম সাংস্কৃতিক মিলন মেলা শুরু হয়েছে। এই উপলক্ষে আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নাটোরের উত্তরা গণভবন প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী মঞ্চে এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সূচনা করা হয়। এরপর মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ত্রিপুরা রাজ্যের মন্ত্রী রাম প্রসাদ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, সহকারী হাই-কমিশনার সঞ্জীব ভাটি, পৌর মেয়র উমা চৌধুরী।

সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। প্রথমে মুক্তিযুদ্ধের ওপর লেজার শো প্রদর্শন করা হয়। তারপর ভারতীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সবশেষে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাকসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাক উদ্ধারসহ তিন …