নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে ব্র্যাক পল্লী সমাজের নেতাদের সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ

নাটোরে ব্র্যাক পল্লী সমাজের নেতাদের সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া
নাটোরের নলডাঙ্গ উপজেলার বাসুদেবপুর ব্র্যাক পল্লী সমাজের নেতাদের সক্ষমতা বৃদ্ধি করতে দিন ব্যাপি অনুষ্ঠিত প্রশিক্ষণ হয়েছে। সোমবার বাসুদেবপুর ব্র্যাক শাখা অফিসে সকাল থেকে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন পরিচালনায় ছিলেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যাবস্থাপক সেলিম মিয়া, প্রশিক্ষণ সহযোগিতায় ছিলেন রোজিনা আক্তার এফও (সিইপি)। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাখা ব্যবস্থাপক মোজাম্মেল হক, এলাকা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ প্রমূখ।এসময় নারীদের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হতে, সমাজে নেতৃত্ব দানে অংশগ্রহণ,স্থানীয় সংগঠন শক্তিশালীকরন,অসহায় ও দরিদ্র সদস্যদের সাহায্য সহযোগিতা করতে উদ্বোদ্ধ করা হয়। এছাড়া নারী পল্লী সমাজের নেত্রীদের সক্রিয় বন্ধনে আবদ্ধ করতে তাদের নিয়ে সূতদিয়ে তৈরি বন্ধনের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে অংশ নেন ২০ জন নারী পল্লী সমাজের নেত্রী।

আরও দেখুন

বাগাতিপাড়ায় সেরা শিক্ষক-শিক্ষার্থী নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে উপজেলা পর্যায়ে সেরা শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান নির্বাচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *