নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজের ওপর হামলা কারীদের ৩ দিনের মধ্যে গ্রেফতার করা না হলে হরতাল সহ ধারাবাহিক আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি। আজ রবিবার দুপুরে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু ও গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলুসহ জেলা ও গুরুদাসপুর উপজেলা বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, গত শুক্রবার ৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমিরুলের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল বিএনপি সভাপতি আব্দুল আজিজের ওপর হামলা চালিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। আব্দুল আজিজের মাথার খুলি ফেটে যাওয়ায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় আমরুল ইসলামসহ ১০ জনের নামসহ অজ্ঞাত আরো ১০/১৫ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হলেও কাউকে আটক করা হয়নি।
নেতৃবৃন্দ আওয়ামী লীগকে ফ্যাসিষ্ট বলে আখ্যায়িত করে তাদের গণতন্ত্র বিরোধি কর্মকান্ডের প্রতিবাদ ও নিন্দা জানান। ঘটনার সাথে জড়িতদের তিন দিনের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়েছেন। নতুবা তিনদিন পর উল্লেখিত কর্মসুচি দেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়।