নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিএনপির মঞ্চ ভাংচুরের অভিযোগ

নাটোরে বিএনপির মঞ্চ ভাংচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নাটোর বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাংচুরের অভিযোগ করা হয়েছে। আজ ৩০ মার্চ বৃহস্পতিবার রাত দশটার দিকে উপশহর এলাকায় এই ঘটনা ঘটে। জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু অভিযোগ করে জানান, আগামীকাল শনিবার বিএনপি’র অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল উপলক্ষে উপশহর মাঠে মঞ্চ এবং প্যান্ডেল নির্মাণ করা হয়েছিল। আজ রাতে দশটার দিকে ১৫-১৬ টি মোটরসাইকেলে করে এসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মঞ্চ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। আগামীকাল এই উপলক্ষে সকাল দশটায় একটি প্রেস ব্রিফিং করা হবে। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, বিএনপির তাদের অনুষ্ঠানের লোক জড়ো করতে ব্যর্থ হবে এই আশঙ্কা থেকেই নিজেরাই মঞ্চ ভাঙচুর করেছে এবং এর দায় আওয়ামী লীগের উপরে চাপাচ্ছে। আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাস করে। তারা বিএনপির মত অগ্নি সন্ত্রাস ভাঙচুর মানুষ পোড়ানোতে বিশ্বাস করে না। এটা তাদের একটি হীন চক্রান্ত।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী বলেন, আগামী শনিবার উপশহর মাঠে আমাদের শান্তি সমাবেশ ছিল। এই শান্তি সমাবেশ বন্ধ করতেই এই নাটক সাজিয়েছে বিএনপি। তাদের দ্বারা সব কিছুই সম্ভব। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ জানান, বিষয়টি তারা জেনেছেন এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা এটি করেছে তা তারা খতিয়ে দেখছেন। তবে আগুন দেয়ার কোন ঘটনা সেখানে ঘটেনি।

আরও দেখুন

লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ 

নিজস্ব প্রতিবেদক, লালপুর: আসন্ন উপজেলা পরিষদের ২য় ধাপ নির্বাচনে নাটোরের লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *