রবিবার , এপ্রিল ২৮ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নাটোরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নাটোর:
২৫ জানুয়ারি ‘বাকশাল দিবস’ পালন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবীতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বুধবার বেলা ১১টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা দেওয়ান শাহীন, এ হাই তালুকদার ডালিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি বলেন, ১৯৭৪ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার জাতীয় সংসদে চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করার বিল পাস করে। এই সরকার গণতন্ত্রকে হত্যা করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। যেখানে গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই, মানুষের কথা বলার অধিকার নেই, ১০জন এক জায়গায় দাঁড়ানোর অধিকার নেই।
বিএনপি দেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে ১০ দফা দাবী আদায়ের মাধ্যমে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করবে। একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তনের দিন হিসেবে এতদিন ২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসাবে পালন করে আসছে বিএনপি। তবে এবার দিনটিকে তারা ‘বাকশাল দিবস’ হিসাবে পালন করার সিদ্ধান্ত নেয়।

আরও দেখুন

নন্দীগ্রামে পুরোদমে চলছে বোরো ধান কাটা-মাড়াই

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলার শস্য ভান্ডার হিসেবে খ্যাত নন্দীগ্রাম উপজেলা। এখন এই উপজেলায় পুরোদমে চলছে …