সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নাটোরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ


নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নাটোরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। আজ রবিবার সকাল সোয়া ১০ টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসুচি পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু সহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মিরা।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী নেতারা নিজের সম্পদ গোছাতে গিয়ে খাদ্যদ্রব্য সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য উদ্ধোগতি করেছে। এখর সরকার তার দলীয় নেতাদের কন্টোল করতে পারছে না তারা কিভাবে দেশের মানুষের কথা ভাববে। বিএনপি জনগনের কথা নিয়ে প্রতিবাদ করতে গেলেই আওয়ামী লীগের পুলিশ বাহিনী দিয়ে নেতা কর্মিদের গুলি করে হত্যা করছে।

সেই সাথে রয়েছে সরকার দলীয় যুব লীগ, ছাত্র লীগের সন্ত্রাসী বাহিনী, তাদের দিয়ে বিএনপির শান্তপুর্ন কর্মসুচিতে হামলা করিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবেনা। বিএনপি জনগনের দল তাই দেশের মানুষের সুন্দর জীবন যাপনের জন্য বিএনপি প্রতিবাদ চালিয়ে যাবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …