নীড় পাতা / আইন-আদালত / নাটোরে বাল্যবিয়ের অপরাধে বরের জরিমানা

নাটোরে বাল্যবিয়ের অপরাধে বরের জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নাটোরে বাল্যবিয়ে করার অপরাধে বর ফযসাল আহম্মেদ(২৭)কে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ  শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ছাতনী ইউনিয়নের বেজপাড়া আমহাটি গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। এসময় বাল্যবিবাহ করার অপরাধে ফযসাল আহম্মেদ(২৭)কে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। ফয়সাল নলডাঙ্গা উপজেলার ধনকোড়া গ্রামের মেহের আলীর ছেলে এবং শহরের বিসমিল্লাহ ক্লিনিকের ম্যানেজার।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শহর তলীর বেজপাড়া আমহাটির উলুপুরে একটি বাড়িতে বাল্য বিয়ে হচ্ছে। তারই সূত্র ধরে সেখানে গিয়ে জনৈক বাবু প্রাং এর মেয়ে আঁখি খাতুনের জন্ম সনদ পরীক্ষা করে দেখা যায় তার বয়স আটারো হয়নি। তখন এই বিয়ে বন্ধ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে কাজী মজিবর রহমান সেখান থেকে পালিয়ে যায়। পরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বর ফয়সাল হোসেনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ফয়সাল মুচলেকা দেন যে,মেয়ের বয়স আঠারো না হওয়া পর্যন্ত তিনি বিয়ে করবেন না।

আরও দেখুন

বাংলা‌দে‌শিদের জন্য ১২ ক্যাটাগরির ভিসা চালু কর‌ছে ওমান

নিউজ ডেস্ক : গত বছরের অক্টোবর থেকে বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধ রেখেছিল ওমান দেশটিতে বাংলাদেশি …