নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বন্যা কবলিতদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে সেনাবাহিনী

নাটোরে বন্যা কবলিতদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে সেনাবাহিনী

বিশেষ প্রতিবেদক:
নাটোরে বন্যা দুর্গত এলাকায় ১১ পদাতিক ডিভিশন বগুড়া অঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় বন্যা কবলিত জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে। সেনাবাহিনী ১১ পদাতিক ডিভিশন বগুড়া অঞ্চলের নির্দেশনায় নাটোর জেলায় জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এর পরিচালনায় এবং ১৭ পদাতিক ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায় রবিবার নাটোর জেলার সিংড়া উপজেলা ও ইউনিয়নের জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। দিনব্যাপী এই কার্যক্রমে ১৭ পদাতিক ব্যাটালিয়ন মেজর কামরুল ক্যাপ্টেন শাফায়াত ও লেফটেন্যান্ট সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে ক্যাম্পেইনটি পরিচালনা করেন।

আরও দেখুন

লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ 

নিজস্ব প্রতিবেদক, লালপুর: আসন্ন উপজেলা পরিষদের ২য় ধাপ নির্বাচনে নাটোরের লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ …