বৃহস্পতিবার , মে ২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে বড়ালঘাট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

নাটোরে বড়ালঘাট বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক:

নাটোর, ১৪ জানুয়ারি, ২০২৩ (বাসস) : ৮৫ লক্ষ টাকা ব্যয়ে জেলার বাগাতিপাড়া উপজেলায় বড়ালঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় নাটোর-১ আসনের (লালপুর ও বাগাতিপাড়া) সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিন অনুষ্ঠানে সংসদ সদস্য বকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাহসী ও দূরদর্শী নেতৃত্বে দেশে অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এগিয়ে গেছে শিক্ষা ক্ষেত্র। শুধু অবকাঠামো উন্নয়নই নয়, শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে বিনামূল্যে বই তুলে দেওয়া হচ্ছে, তাদেরকে উপবৃত্তির আওতায় আনা হয়েছে। গবেষনা, প্রশিক্ষণ, নতুন কারিকুলাম প্রবর্তন, প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসার ইত্যাদি ব্যবস্থা গ্রহনের ফলে শিক্ষাক্ষেত্রে জাগরণ সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহুরুল আলম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম ঠান্ডু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল হালিম।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

আরও দেখুন

হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:মহান আর্ন্তজাতিক পহেলা মে দিবস উদযাপন উপলক্ষে এক দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের …