নীড় পাতা / উন্নয়ন বার্তা / নাটোরে পৌনে এক কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন মেয়র

নাটোরে পৌনে এক কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন মেয়র

নিজস্ব প্রতিবেদক:
নাটোর পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন মেয়র উমা চৌধুরী। বুধবার সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তা ড্রেনসহ নানা অবকাঠামোর নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।

গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় নাটোর পৌরসভার ৩৭ লক্ষ টাকা ব্যয়ে বহু প্রত্যাশিত ৫নং ওয়ার্ডের শেখ কামাল ইনকিউবেশন আইটি সেন্টার হতে পি.টি.আই মেইন রোড পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও মেরামত করণ, ২৩ লক্ষ টাকা ব্যয়ে কান্দিভিটা বকুলের বাড়ী হইতে নুরুল ইসলামের বাড়ি পর্যন্ত আর.সি.সি ড্রেন নির্মাণ কাজ, ৭নং ওয়ার্ডের হাফরাস্তা ইউসুফ কম্পিউটার দোকান হইতে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর মেইনগেট পর্যন্ত ১৮৫ মিটার সি.সি রাস্তা, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর পেছন হইতে নদী মেডিসিনের দোকান পর্যন্ত ২৪০ মিটার সি.সি রাস্তা, নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পেছন হইতে পালপাড়া সদানন্দের বাড়ী (বড়গাছা পালপাড়া পুলিশ ফাঁড়ি) পর্যন্ত ২৭০ মিটার সি.সি রাস্তা এই তিনটি কাজ মোট ৭২ লক্ষ ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম আকরাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর হিরো, সংরক্ষিত কাউন্সিলর কোহিনুর বেগম পান্না, সাজেদুল ইসলাম সাগর, পৌরসভার প্রকৌশলী রফিকুল ইসলাম শাহিন, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।

এসময় মেয়র জানান, জনগণের দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে এবার। সুপ্রশস্ত রাস্তা এবং জলাবদ্ধতা নিরসন করতেই এই সকল অবকাঠামো নির্মাণ কাজ করা হচ্ছে। ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অভ্যাহত রাখা হবে।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …