নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত

নাটোরে পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

নাটোরে শারদীয় দুর্গাপূজার পরে পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে আজ ১০ নভেম্বর শুক্রবার বেলা এগারোটার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া রাজ পরিবারের শ্রী শ্রী প্রসন্ন কালী মাতার মন্দির প্রাঙ্গনে এই পূজা পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উত্তরাঞ্চলীয় ট্রাস্টি তপন কুমার সেন। সাধারণ সম্পাদক এডভোকেট প্রসাদ কুমার তালুকদারের সঞ্চালনায় নাটোর জেলার সমস্ত উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক সহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘাপতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুৎ। পবিত্র গীতা থেকে পাঠ এবং সংকীর্তন দিয়ে আজকের পুনর্মিলনী শুরু হয়। এছাড়াও ধর্মীয় সংগীত এবং নৃত্য পরিবেশন করা হয় এই অনুষ্ঠানে। এবারে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উদযাপন করতে পারায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

আরও দেখুন

লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ 

নিজস্ব প্রতিবেদক, লালপুর: আসন্ন উপজেলা পরিষদের ২য় ধাপ নির্বাচনে নাটোরের লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ …