নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে পুলিশ নারী কল্যাণ সমিতি এবং জেলা পুলিশের বৃক্ষরোপন কর্মসূচী পালন

নাটোরে পুলিশ নারী কল্যাণ সমিতি এবং জেলা পুলিশের বৃক্ষরোপন কর্মসূচী পালন


নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের সকল জেলা পুলিশ একসঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করে। তারই অংশ হিসেবে নাটোরে পুলিশ নারী কল্যাণ সমিতি এবং জেলা পুলিশ বৃক্ষরোপন কর্মসূচী পালন করেছে। দুপুরে নাটোর পুলিশ লাইন্স এ ২৮ টি নির্ধারিত ফলদ বৃক্ষ রোপন করেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভাপতি সুমনা সাহা। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার লিটন কুমার সাহা আলাদাভাবে বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, নাটোর সদর সার্কেল মোহসীন এবং অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন ।

এ সময় পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে পুলিশের উদ্যোগে বিশেষ বৃক্ষরোপন কর্মর্সূচী পালন করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজ নাটোর পুলিশ লাইন্স এ এই বৃক্ষ রোপন করা হয়। এরপর জাতির পিতার সাহাদত বার্ষিকী উপলক্ষ্যে সকল থানায় এই কর্মসূচী পালন করা হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে ঈদুল আযহা উপলক্ষ্যে হতদরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করলেন ইউএনও 

নিজস্ব প্রতিবেদক: নন্দীগ্রাম (বগুড়া) বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে হতদরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ …