নীড় পাতা / আইন-আদালত / নাটোরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড

নাটোরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদন্ড


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় পিতাকে হত্যার দায়ে ছেলে সেন্টু সরকারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান সরদার এ আদেশ দেন। ২০১৫ সালের ৯ জানুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে পিতা গুলজার সরকারকে ডেকে উঠানে হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ছেলে সেন্টু সরকার। পরে খবর পেয়ে পুলিশ হাসুয়া সহ সেন্টু সরকারকে আটক করে।

এ ঘটনায় সেন্টুর সৎমা নুর নাহার বেগম বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমানের ওপর ভিত্তি করে বিচারক আজ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …