নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে পানির অধিকার প্রতিষ্ঠায় আলোচনা

নাটোরে পানির অধিকার প্রতিষ্ঠায় আলোচনা

নিজস্ব প্রতিবেদক:
পানির অধিকার প্রতিষ্ঠায় নাটোরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার শহরের বেলা সাড়ে ১১ টার দিকে শহরের কাপুড়িয়াপট্টিস্থ ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সমন্বয়কারী অধ্যাপক সুবিধ কুমার মৈত্র, সচেতন নাগরিক কমিটির সভাপতিও সাংবাদিক রনেন রায়, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবনসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, সারা বিশ্বে দুই বিলিয়ন মানুষ নিরাপদ পানির সংকটে রয়েছে। বাংলাদেশে বিশুদ্ধ পানি নিশ্চিত করার ক্ষেত্রে এগিয়ে গেলেও ভ‚গর্ভস্থ পানির উৎসকে সংরক্ষণ করতে হবে এবং ভ‚-উপরিস্থ পানি ব্যবহার করতে হবে সবাইকে। জীবনের উৎস পানিকে গৃহস্থালী বর্জ্যে পানির দুষণ না করে পানিকে পবিত্র রাখতে হবে। পানি ব্যবস্থাপনাকে কার্যকর করার মধ্য দিয়ে টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ অর্জনে এগিয়ে যাবে বাংলাদেশ বলে আশা প্রকাশ করেন বক্তারা।

এএলআরডি’র সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংগঠন ‘কসমস’ এর আয়োজনে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ‘কসমস’ এর নির্বাহী পরিচালক মেহেনাজ পারভীন মালা।

আরও দেখুন

লালপুর সংবাদ-১

  লালপুরে বিনামূল্যে লবণ বিতরণ  নিজস্ব প্রতিবেদক, লালপুর, নাটোর,১৫ জুন: ঈদুল আযহা উপলক্ষে পশুর চামড়া …