নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / নাটোরে ন্যাশনাল ডিপ্লোমা ইনস্টিটিউট এ বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

নাটোরে ন্যাশনাল ডিপ্লোমা ইনস্টিটিউট এ বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি কলেজে বঙ্গবন্ধু কর্ণার এর উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে শহরের বঙ্গজ্জ্বল এলাকার ইনস্টিটিউট প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্ণার এর উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টুটুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সনাক সভাপতি রনেন রায়, প্রেসক্লাবের বর্তমান সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক বাপ্পি লাহিড়ী প্রমূখ। বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনের পর বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ এর পক্ষ থেকে ১০০ জন গরীব দুঃস্থ শীতার্তদের মাঝে চাদর বিতরণ করা হয়।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …