নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে নারী ও শিশুর ওপরে সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন

নাটোরে নারী ও শিশুর ওপরে সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে দেশব্যাপী নারী ও শিশুর ওপরে বিএনপি-জামায়াতের সহিংসতা এবং আগুন সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে শহরের কানাইখালি এলাকায় জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মসুচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ। সমাবেশে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিউটি আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে সংসদ সদস্য রতœা আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সাহসী নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা ব্যাহত করতে বিএনপি-জামায়াত জোট সহিংসতা ও সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। তাদের সহিংস কার্যক্রম থেকে নারী ও শিশুরাও আর নিরাপদ নেই। এই অপচেষ্টা থেকে দেশের মানুষকে নিরাপদ রাখতে আমরা ঐকবদ্ধভাবে দায়িত্ব পালন করে যাবো।

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …