নীড় পাতা / জেলা জুড়ে / নাটোরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়ে জেলার গনমাধ্যেম কর্মিদের সাথে মতবিনিময় সভা

নাটোরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের বিষয়ে জেলার গনমাধ্যেম কর্মিদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
অপরাজিতা নারী রাজনীতির ক্ষমতায়, প্রকল্প নাটোরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের মিডিয়া সম্পৃক্তকরণের বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে নাটোরের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন হল রুমে খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে অপরাজিতা নারী রাজনীতির ক্ষমতায় নিয়ে বিভিন্ন বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার রোজি, খাঁন ফাউন্ডেশনের অপরাজিতা প্রকল্পের অঞ্চলের সমন্বয়কারী শাহীনা লাইজু, জেলা সমন্বয়কারী অপরাজিতা প্রকল্প মজিবুর রহমান, নাটোর ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা,নাটোর ইউনিক প্রেসক্লাবের সভাপতি দেবাশীষ কুমার সরকার, মোহনা টিভির নাটোর প্রতিনিধি রাশেদুল ইসলামসহ জেলার ১৬ জন গণ্যমান্য কর্মী ও বিভিন্ন উপজেলা থেকে আগত অপরাজিতা।

আরও দেখুন

নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল সুগার মিলের চলমান মৌসুমি জনবল থেকে স্থায়ীকরণ স্থগিতাদেশ প্রত্যাহার এবং সরকার …